Tuesday, 9 May 2017

গ্রীষ্মের পদ ধ্বনি, ওই শোনা যায়. .আসছে সে আসছে !

প্রকৃতির ভীষণ জ্বর
আসবে বলেছে বাতাস,
পারদ এবার চীল হবে
মাটির দীর্ঘশ্বাস ।


নিঃশ্বাসে বইবে বিষ,
বাসুকির গরম পাশে
হাসবে আনুবিস ।

এই উষ্মা-গরল -- কে করবে পান ?
কে তুমি নীল কণ্ঠ,
শীতল করবে প্রাণ ?

No comments:

Post a Comment