Tuesday, 9 May 2017

২৫শে বৈশাখ

তুমি এসেছিলে বৈশাখী হয়ে,
পাপড়িতে রেণুতে স্ফুলিঙ্গ সাজিয়ে,
কাঁকনে নূপুরে প্রেম বাজিয়ে ;
শ্রাবণ হয়ে বিদায় নিলে ।

দিয়েছ প্রাণ ভরে
নিয়েছি সব আঁচল করে ;
-- শৈশব, গাছতলা, চিলেকোঠা
মনের গহিনে রয়েছে জমে ।
জীবনের সালতামামিতে
যখন হিসাব নিকাশ আসে কমে
সব বুকে নি নিবিড় করে ।


কত দোয়াত করেছি খালি
ছেঁড়া কাগজের স্তুপে করেছি জঞ্জাল,
কত অবসরে, খেলার ছলে
হয়েছি তোমারই কাননে বনমালী ।


আঁকড়ে তোমারই কায়া 
বুঝেছি ব্যর্থ হয়ে
হবো না কখনো তুমি ;
তবু পড়ে রবো
তোমার পদ রেনু মেখে
হয়ে তোমারই অচেনা ছায়া ।

No comments:

Post a Comment