Friday, 24 November 2017

শুভ পরিণয় : অয়ন দা

অবশেষে এলো দেখো
সেই শুভদিন ।

একাকী জীবনান্তে
হবে নব-সূর্যোদয়
অয়ন-বাবুর হবে
যেদিন শুভ পরিণয় ।

বুকের মাঝে হুহুকার
ইতি উতি নয়ন
গৃহিণীর কড়া হাতে
আপনি হবে পালন ।

অবশেষে হবে সব
জারিজুরি শেষ
হবে তুমি (সবার মত)
পত্নী-নিষ্ঠ মেষ ।
জগৎ সংসার করুক
(হয়েছে) বেশ বেশ ।
তারই মাঝে হবে দেখো
চেতনার উন্মেষ ।
দুয়ে মিলে জীবন তরীর
বাইয়ো দাঁড়
সব বাধা করে ফেলো
হেলায় পার ।

ওই বাজে উলূ ধ্বনি
ওই বাজে কাঁসর
ফুলে ফুলে ভরে উঠুক
তোমাদের জীবন বাসর ।
শুভ বিবাহের আন্তরিক শুভেচ্ছা জানাই । তোমাদের জীবনে সুখ-সমৃদ্ধি আসুক, আসুক প্রাপ্তির আনন্দ । যেতে পারলে তোমার চেয়ে বেশি আমিই খুশি হোতাম ! FIRE-এ কিছুটা ঘোলের স্বাদ পাবো আশা করি ।

--
কৃপা

শুভ জন্মদিন প্রসেনজিত-দা

জনক pro-বুদ্ধ
কোশল নরেশ, 
তৎতনয় প্রবুদ্ধ
রূপে গুণে বেশ ।
স্নেহডোরে আবদ্ধ,
কুঞ্চিত কেশ,
চেতনা সম্বুদ্ধ,
সৌমকান্তি বেশ ।

পিতা-পুত্রে সমৃদ্ধ
ধন্য এদেশ,
দ্বিরত্নে উদ্বুদ্ধ,
উৎফুল্ল আবেশ ।।

পিতার অঙ্কুরোদ্গমন দিবসে, কিশলয় পুত্রের মহা-মহীরুহ হওয়ার প্রার্থনায় শরিক হলাম । তোমাদের আগামী জীবন সুখে কাটুক এই কামনা করি ।


--
কৃপা
==============================
সবার উর্ধে তৎজননী
কোশল মহারানী
রত্ন গর্ভা মহিয়সী

মমতা-সিঞ্চিত তাঁর অঞ্চলখানি ।