অবশেষে এলো দেখো
সেই শুভদিন ।
একাকী জীবনান্তে
হবে নব-সূর্যোদয়
অয়ন-বাবুর হবে
যেদিন শুভ পরিণয় ।
বুকের মাঝে হুহুকার
ইতি উতি নয়ন
গৃহিণীর কড়া হাতে
আপনি হবে পালন ।
অবশেষে হবে সব
জারিজুরি শেষ
পত্নী-নিষ্ঠ মেষ ।
জগৎ সংসার করুক
তারই মাঝে হবে দেখো
চেতনার উন্মেষ ।
বাইয়ো দাঁড়
সব বাধা করে ফেলো
হেলায় পার ।
ওই বাজে উলূ ধ্বনি
ওই বাজে কাঁসর
ফুলে ফুলে ভরে উঠুক --
No comments:
Post a Comment