Friday, 24 November 2017

শুভ জন্মদিন প্রসেনজিত-দা

জনক pro-বুদ্ধ
কোশল নরেশ, 
তৎতনয় প্রবুদ্ধ
রূপে গুণে বেশ ।
স্নেহডোরে আবদ্ধ,
কুঞ্চিত কেশ,
চেতনা সম্বুদ্ধ,
সৌমকান্তি বেশ ।

পিতা-পুত্রে সমৃদ্ধ
ধন্য এদেশ,
দ্বিরত্নে উদ্বুদ্ধ,
উৎফুল্ল আবেশ ।।

পিতার অঙ্কুরোদ্গমন দিবসে, কিশলয় পুত্রের মহা-মহীরুহ হওয়ার প্রার্থনায় শরিক হলাম । তোমাদের আগামী জীবন সুখে কাটুক এই কামনা করি ।


--
কৃপা
==============================
সবার উর্ধে তৎজননী
কোশল মহারানী
রত্ন গর্ভা মহিয়সী

মমতা-সিঞ্চিত তাঁর অঞ্চলখানি ।

No comments:

Post a Comment