জনক pro-বুদ্ধ
কোশল নরেশ,
স্নেহডোরে আবদ্ধ,
কুঞ্চিত কেশ,
চেতনা সম্বুদ্ধ,
সৌমকান্তি বেশ ।
--
==============================
সবার উর্ধে তৎজননী
কোশল মহারানী
রত্ন গর্ভা মহিয়সী
মমতা-সিঞ্চিত তাঁর অঞ্চলখানি ।
কোশল মহারানী
রত্ন গর্ভা মহিয়সী
মমতা-সিঞ্চিত তাঁর অঞ্চলখানি ।
No comments:
Post a Comment