Monday, 26 December 2011

নূর-জাহান

তোমার নয়ন মদিরা আমি করেছি গো পান,
ওগো ভুবন মোহিনী, ওগো   নূর-জাহান !

তোমার ঠোঁঠ যুগল যেন ফোটা কমল;
তোমার ঈশ্ক এ করেছি নিলাম কত শায়েরী কত গজল!
ওই তন্বী যেন বহ্নি শিখা, পেয়ালা ভরা জাম,
তোমার বিহনে হয়েছি  ওগো  হরদম বদনাম ! !

Monday, 12 December 2011

GOA Special : সমুদ্র স্নান

আজ সাগরের বুকে হয়েছি মীন,
অনাবিল নীলে হয়েছি বিলীন !
অজস্র জল ধারা কানে কানে বলে যায় অতলের রহস্য কথা,
অস্ফুট অব্যক্ত কত গভীরের মর্ম বেথা |
ঢেউ আসে ঢেউ যায়,
সৈকতে ধুয়ে যায় কত পদ চিহ্ন,
যেন সময়ের ধারায় মিলিয়ে যায় কত আঘাতের ক্ষত চিহ্ন!
সাগর যেন মুক্ত ধারায় ধুয়ে দিয়ে যায় সবার সকল কলুষ,
মনের স্মৃতি তটে পরে রয় শামুক, শঙ্খ, মুক্তা, রত্ন-কলশ !   
 

GOA Special : সাগর

দেখি সাগরের শোভা,
ঘন নীল মনোলোভা;
দেখি একের পরে এক ঢেউ পরে আছড়ে সৈকতের বুকে,
যেন কার আকুল মিনতি এসে ফিরে বারে বার, করে ঘম্ভীর ক্রন্দন !


দিনের আলো মুছে যায়,
দূর সীমান্তে জ্বলে নীহারিকা,
সাগরের মায়া মনের মোহনায় হাতছানি  দিয়ে যায় !

নিদ্রাহীন রাত্রি (MTNL Guest house এ প্রথম রাত্রি )


ঘুম নাই, ঘুম নাই, রাত বয়ে যায়;
ঢুলু ঢুলু চোখে স্বপনের হাতছানি,
তন্দ্রা যেন বলে যায়, আয় তোরে বুকে নিই টানি !

ক্লান্ত জীর্ণ বিষন্ন কায়,
শয্যায় মিশে যেতে চায়, ঘুমের চাদর গায়,

তবু নাই ঘুম, নাই ঘুম , আছে শুধু অপেক্ষা ! ! !

রাতের কলকাতা


হে রাতের কলকাতা!
মায়াময়ী কৃষ্ণাঙ্গী কলকাতা!
তোমার নয়নে কত কাব্য, কত ছবি আঁকা !

তোমার অঙ্গে জ্বলে শত শত তারা,
জ্বলে আগুন,
রূপের ঝরনা ধারা !

যেন কোন স্বপ্ন জাল বোনা,
পথের ধারে ধারে যেন আলোর আল্পনা !

বারে যত রাত,
মুছে যায় মানুষের কোলাহল,
বাজে তোমার পায়ের মল |
স্বপন হয়ে ঢাকে মোর চোখ  তোমার কালো আঁচল | |