তোমার নয়ন মদিরা আমি করেছি গো পান,
ওগো ভুবন মোহিনী, ওগো নূর-জাহান !
তোমার ঠোঁঠ যুগল যেন ফোটা কমল;
তোমার ঈশ্ক এ করেছি নিলাম কত শায়েরী কত গজল!
ওই তন্বী যেন বহ্নি শিখা, পেয়ালা ভরা জাম,
তোমার বিহনে হয়েছি ওগো হরদম বদনাম ! !
ওগো ভুবন মোহিনী, ওগো নূর-জাহান !
তোমার ঠোঁঠ যুগল যেন ফোটা কমল;
তোমার ঈশ্ক এ করেছি নিলাম কত শায়েরী কত গজল!
ওই তন্বী যেন বহ্নি শিখা, পেয়ালা ভরা জাম,
তোমার বিহনে হয়েছি ওগো হরদম বদনাম ! !