দেখি সাগরের শোভা,
ঘন নীল মনোলোভা;
দেখি একের পরে এক ঢেউ পরে আছড়ে সৈকতের বুকে,
যেন কার আকুল মিনতি এসে ফিরে বারে বার, করে ঘম্ভীর ক্রন্দন !
দিনের আলো মুছে যায়,
দূর সীমান্তে জ্বলে নীহারিকা,
সাগরের মায়া মনের মোহনায় হাতছানি দিয়ে যায় !
ঘন নীল মনোলোভা;
দেখি একের পরে এক ঢেউ পরে আছড়ে সৈকতের বুকে,
যেন কার আকুল মিনতি এসে ফিরে বারে বার, করে ঘম্ভীর ক্রন্দন !
দিনের আলো মুছে যায়,
দূর সীমান্তে জ্বলে নীহারিকা,
সাগরের মায়া মনের মোহনায় হাতছানি দিয়ে যায় !
No comments:
Post a Comment