আজ সাগরের বুকে হয়েছি মীন,
অনাবিল নীলে হয়েছি বিলীন !
অজস্র জল ধারা কানে কানে বলে যায় অতলের রহস্য কথা,
অস্ফুট অব্যক্ত কত গভীরের মর্ম বেথা |
ঢেউ আসে ঢেউ যায়,
সৈকতে ধুয়ে যায় কত পদ চিহ্ন,
যেন সময়ের ধারায় মিলিয়ে যায় কত আঘাতের ক্ষত চিহ্ন!
সাগর যেন মুক্ত ধারায় ধুয়ে দিয়ে যায় সবার সকল কলুষ,
মনের স্মৃতি তটে পরে রয় শামুক, শঙ্খ, মুক্তা, রত্ন-কলশ !
অনাবিল নীলে হয়েছি বিলীন !
অজস্র জল ধারা কানে কানে বলে যায় অতলের রহস্য কথা,
অস্ফুট অব্যক্ত কত গভীরের মর্ম বেথা |
ঢেউ আসে ঢেউ যায়,
সৈকতে ধুয়ে যায় কত পদ চিহ্ন,
যেন সময়ের ধারায় মিলিয়ে যায় কত আঘাতের ক্ষত চিহ্ন!
সাগর যেন মুক্ত ধারায় ধুয়ে দিয়ে যায় সবার সকল কলুষ,
মনের স্মৃতি তটে পরে রয় শামুক, শঙ্খ, মুক্তা, রত্ন-কলশ !
No comments:
Post a Comment