পথের ধারে গ্যারেজ, তারই মধ্যে ম্যারেজ ?
ধন্যি তোমার কারেজ !
পাইকপাড়ার লাল্টু কুমার বাবু বাবু ইমেজ,
বসছে আজি করতে বিয়ে, নিয়ে সুখের আমেজ ।
ভুরি ভোজন হচ্ছে তো ভাই, ভেজ থেকে নন-ভেজ ?
পোলাও মাংস লুচি তরকারী, সূপ আর সসেজ ?
দুই এ মিলে এক হয়ে কোরো ঘর-সংসার ম্যানেজ,
সুখ শান্তি আসুক ধেয়ে তোমাদের জীবনে,
মঙ্গলময়ের পুন্য পরশে মন হোক সতেজ ।।
ধন্যি তোমার কারেজ !
পাইকপাড়ার লাল্টু কুমার বাবু বাবু ইমেজ,
বসছে আজি করতে বিয়ে, নিয়ে সুখের আমেজ ।
ভুরি ভোজন হচ্ছে তো ভাই, ভেজ থেকে নন-ভেজ ?
পোলাও মাংস লুচি তরকারী, সূপ আর সসেজ ?
দুই এ মিলে এক হয়ে কোরো ঘর-সংসার ম্যানেজ,
সুখ শান্তি আসুক ধেয়ে তোমাদের জীবনে,
মঙ্গলময়ের পুন্য পরশে মন হোক সতেজ ।।
No comments:
Post a Comment