ফুলে ফুলে গন্ধে গন্ধে সুরে সুরে,
রঙে রসে পল্লবে, শাখায় শাখায়,
ফুটেছে প্রেমের মুকুল,
হিয়া মোর প্রিয়ার তরে ব্যাকুল ।
তার চোখের পাতায় পাতায়, দু ঠোঁটের পাপড়ি মাঝে, পেয়েছি মোর মনের ঠিকানা;
কত কথা আছে জমা,
বলা হয় নাই,
সযতনে রাখা আছে মনের চিলেকোঠায়,
তোমায় শোনাবো তাই ।
আজ হাতে হাত নয়নে নয়ন রেখে বলে যেতে চাই ,
মনের গভীরে, সময়ের নদীতীরে,
তুমি শুনে নিও তা, বুনে নিও স্মৃতির আঁচল,
চোখ যদি হয় সজল,
ঝরে পড়ে মতি,
আঁচল ভরে নিও তাতে,
গেঁথে নিও মালা, এঁকে নিও স্বপন আপন নয়ন পাতে ।।
রঙে রসে পল্লবে, শাখায় শাখায়,
ফুটেছে প্রেমের মুকুল,
হিয়া মোর প্রিয়ার তরে ব্যাকুল ।
তার চোখের পাতায় পাতায়, দু ঠোঁটের পাপড়ি মাঝে, পেয়েছি মোর মনের ঠিকানা;
কত কথা আছে জমা,
বলা হয় নাই,
সযতনে রাখা আছে মনের চিলেকোঠায়,
তোমায় শোনাবো তাই ।
আজ হাতে হাত নয়নে নয়ন রেখে বলে যেতে চাই ,
মনের গভীরে, সময়ের নদীতীরে,
তুমি শুনে নিও তা, বুনে নিও স্মৃতির আঁচল,
চোখ যদি হয় সজল,
ঝরে পড়ে মতি,
আঁচল ভরে নিও তাতে,
গেঁথে নিও মালা, এঁকে নিও স্বপন আপন নয়ন পাতে ।।
No comments:
Post a Comment