Thursday, 7 February 2013

বিয়ের রজত জয়ন্তী

পচিশ বছর আগে ধরেছিল যে মঞ্জরি, ভরেছিল শাখা,
আজ তারই সুবাসে হলো জীবন মধু-মাখা ।
পরিণয়ের প্রথম কলি যা উঠেছিলে গেয়ে, বেঁধেছিলে  গান,
সেই গানে গানে আজ ভরেছে গীতবিতান ।
সুখের যে স্বর্গ গড়েছ দুজনে মিলে,
তা আরও পূর্ণ , আরও প্রস্ফুটিত হোক অদূর ভবিষ্যতে ।
আগামী পচিশ বছরের জন্যে রইলো আন্তরিক শুভেচ্ছা ।।  

No comments:

Post a Comment