আজ রঙ বদলের খেলা রে ভাই রঙ বদলের খেলা;
আমার রঙে রঙবে তুমি তোমার রঙে আমি,
তোমার সাজে সাজব আমি আমার সাজে তুমি ।
এমন করে কাটুক না হয় আজকে সারা বেলা !
সবার দেখি একই সাজ, একই রঙের কারুকাজ ?
রায় বাড়ির সেই ফর্সা মেয়েটা, যে গাড়ি চেপে যায়,
আজ হরেক রঙের ফুল ফুটেছে তার কোমল গায় ।
আবার, তার বাড়িতে যে বাসন মাজে কাপড় চোপর ধোয়,
সেই একই রঙ্গে সেও রেঙ্গেছে; একি হলো হায় ?
আজ ফর্সা কালো চোট বড়
একই রঙ্গে মিলে মিশে
একই সুরে গায় ---
" হলি হ্যায় ভাই হলি হ্যায় !!!"
আমার রঙে রঙবে তুমি তোমার রঙে আমি,
তোমার সাজে সাজব আমি আমার সাজে তুমি ।
এমন করে কাটুক না হয় আজকে সারা বেলা !
সবার দেখি একই সাজ, একই রঙের কারুকাজ ?
রায় বাড়ির সেই ফর্সা মেয়েটা, যে গাড়ি চেপে যায়,
আজ হরেক রঙের ফুল ফুটেছে তার কোমল গায় ।
আবার, তার বাড়িতে যে বাসন মাজে কাপড় চোপর ধোয়,
সেই একই রঙ্গে সেও রেঙ্গেছে; একি হলো হায় ?
আজ ফর্সা কালো চোট বড়
একই রঙ্গে মিলে মিশে
একই সুরে গায় ---
" হলি হ্যায় ভাই হলি হ্যায় !!!"
No comments:
Post a Comment