Wednesday, 27 March 2013

দোল (২)

আজ রঙ লেগেছে মনে ;
মনের ফেকাশে কেনভাসে,
লাল নীল হলুদ সবুজ
স্বপ্ন গুলো বুঝি জেগে উঠেছে আবার,
চুপি চুপি কোন গোপনে ।

এই রঙ আমি বিলিয়ে দিলাম উন্মত্ত সম্রাটের মত ----
পরিণতির সন্ধানে ;
আকাশে বাতাসে সলিলে সমীরনে,
জীবনে মরণে স্বপনে জাগরণে ।
আলিঙ্গনে মেখে নিও তুমি,
সেই রং লাগুক তোমার মনে
আজ এই রংমিলান্তির দিনে ।

No comments:

Post a Comment