আজ আবার এই বসন্তের দিনে
মনে পরে রং মাখা স্মৃতিকথা ;
জ্বলে ওই সাঁঝবাতি
জ্বলে বুক জ্বলে সুখ ধিকিধিকি !
বসন্তের সেই মেলায়,
চোখে চোখ আটকে গেছিল তোমার সাথে
সহসা থেমে গেছিল বুকের স্পন্দন !
মুখ আড়াল করে আড় চোখে চেয়েছিলে তুমি,
সেই নিঃশেষ করে দেওয়া হাসি
তান্ডব করেছিল আমার রিক্ত মনের মরুদ্যানে !
তোমার পাপড়ির মতো অধরে দিয়েছিলাম ফাগুনের রঙ ;
লজ্জায় হাত ছাড়িয়ে চলে গিয়েছিলে তুমি,
বেজেছিল তোমার চুরি রিনিঝিনি ।
সেই সুর আজও গুমরে গুমরে মরে
আমার মনের অন্দরমহলে !
তারপর --
খুঁজেছি তোমায় কতকাল
উদ্ভ্রান্ত উন্মাদের মত ।
জীর্ণ পাতার মত ঝরে গেছে কত
নিষ্ফল লহমা,
করতে পারিনি কিছুতেই
আপোনাকে ক্ষমা ।
তারপর পেলাম তোমায় ---
নিশিথের বিয়েতে,
যখন প্রিয় বন্ধুর দেওয়া সিঁদুর
ধীরে ধীরে রেঙে উঠেছিল তোমার সিঁথিতে !
তোমার মাথায় তখন কৃষ্ণ চূড়ার রঙ জ্বল জ্বল করছিল
দৃপ্ত প্রদীপ শিখার মত ।
প্রেমের যে ফুল ফুটেছিল কত আশায় ;
তার প্রত্যকটি পাপড়ি একটা একটা করে পুড়ে গেছে
সেই নির্মম প্রদীপ শিখায় !
আজ আবার এই বসন্তের দিনে
সাঁঝবাতি জ্বলে
জ্বলে বুক, জ্বলে সুখ ধিকিধিকি !
মনে পরে রং মাখা স্মৃতিকথা ;
জ্বলে ওই সাঁঝবাতি
জ্বলে বুক জ্বলে সুখ ধিকিধিকি !
বসন্তের সেই মেলায়,
চোখে চোখ আটকে গেছিল তোমার সাথে
সহসা থেমে গেছিল বুকের স্পন্দন !
মুখ আড়াল করে আড় চোখে চেয়েছিলে তুমি,
সেই নিঃশেষ করে দেওয়া হাসি
তান্ডব করেছিল আমার রিক্ত মনের মরুদ্যানে !
তোমার পাপড়ির মতো অধরে দিয়েছিলাম ফাগুনের রঙ ;
লজ্জায় হাত ছাড়িয়ে চলে গিয়েছিলে তুমি,
বেজেছিল তোমার চুরি রিনিঝিনি ।
সেই সুর আজও গুমরে গুমরে মরে
আমার মনের অন্দরমহলে !
তারপর --
খুঁজেছি তোমায় কতকাল
উদ্ভ্রান্ত উন্মাদের মত ।
জীর্ণ পাতার মত ঝরে গেছে কত
নিষ্ফল লহমা,
করতে পারিনি কিছুতেই
আপোনাকে ক্ষমা ।
তারপর পেলাম তোমায় ---
নিশিথের বিয়েতে,
যখন প্রিয় বন্ধুর দেওয়া সিঁদুর
ধীরে ধীরে রেঙে উঠেছিল তোমার সিঁথিতে !
তোমার মাথায় তখন কৃষ্ণ চূড়ার রঙ জ্বল জ্বল করছিল
দৃপ্ত প্রদীপ শিখার মত ।
প্রেমের যে ফুল ফুটেছিল কত আশায় ;
তার প্রত্যকটি পাপড়ি একটা একটা করে পুড়ে গেছে
সেই নির্মম প্রদীপ শিখায় !
আজ আবার এই বসন্তের দিনে
সাঁঝবাতি জ্বলে
জ্বলে বুক, জ্বলে সুখ ধিকিধিকি !
No comments:
Post a Comment