Tuesday, 18 June 2013

বিদায় বেলা

ভেবেছিলাম
অশ্রু জলে দেবোনা বিদায়
দেবো হাঁসি মুখে
মনের কান্না মিথ্যে হাঁসির ঘোমটায় মুড়ে বলবো
- "এইতো, আবার হবে গো দেখা !"
হৃদয় শাখে ফোটা মঞ্জরি দিয়ে গেঁথে নেবো মালা
পরিয়ে দেবো তোমার গলে ।

কিন্তু বিদায় বেলায়
একি হলো হায় !
বুকের বাঁধ ভেঙ্গে
চোখের কূল ছেপে
এলো জোয়ার !
অশ্রু কণায় ভিজলো তোমার যাত্রা-পথ ।।
 

Thursday, 6 June 2013

স্বপ্ন

তোমায় ছুঁতে চাই ,
ছুঁতে চাই তোমার রঙিন পালক,
তোমার চোখে চোখ রেখে বলতে চাই ---
"এই তো, আমি এসেছি ফিরে" ।

রুক্ষ্ মাটির দিকে তাকিয়ে ভাবি,
ঝরে পড়ে ঘাম অবিরাম ;
অশ্রু বাষ্পে ধোয়াশা দৃষ্টি ।  

আকাশে ঘন কালো মেঘ মালা ! 
আড়াল থেকে ঝলসে ওঠে বিজলি ;
তখন দেখতে পাই তোমায় -- এক ঝলক !

জানি তুমি থাকো দূরে,
বহু দূরে !
হাত বাড়িয়ে নাগাল পাবোনা তোমার ।
তাই, স্বপ্নের ডানা বাঁধতে বসেছি !

একদিন উড়ে যাবো এই ডানায় চড়ে ;
সেই কোন সুদূরে ।
মেঘের কালো হেলায় ছিন্ন ভিন্ন করে ;
পৌছে যাব তোমার দুয়ারে !
বলবো, এলাম তোমার নরম পালক ছুঁতে 
চোখে চোখ রেখে বলতে - 
"এই তো, আমি এসেছি ফিরে" ।।

জিয়াদার ফেয়ারওয়েল

হে সুদূর পথযাত্রী !
তোমার বিদায় তিথিতে বেঁধেছি গান, গেঁথেছি মালা ;
ভরেছি সযতনে মনের মাধুরি মাখা শুভ কামনার ডালা ।

অশ্রুজলে দেব না বিদায়,
কারণ, 
জানি, আবার হবে দেখা,
অকস্মাত, জীবনের কোনো মোড়ে,
অজানা অচেনা মানুষের ভিড়ে ।
কোনো মোহনায়, কোনো সাগর তীরে ; 
তখন,
আবার হরষে বাঁধব তোমায় আলিঙ্গন ডোরে ;
আবার হবে কত কথা প্রাণ ভরে ।

যাবে তুমি কতদূর ?
রাখব তোমায় ধরে,
রাখবো আপন করে ;
মনের স্মৃতি-বনে,
থাকবে তুমি রাজার মতো 
মোদের হৃদয়ের ময়ূর সিংহাসনে ।।