হে সুদূর পথযাত্রী !
তোমার বিদায় তিথিতে বেঁধেছি গান, গেঁথেছি মালা ;
ভরেছি সযতনে মনের মাধুরি মাখা শুভ কামনার ডালা ।
অশ্রুজলে দেব না বিদায়,
কারণ,
জানি, আবার হবে দেখা,
অকস্মাত, জীবনের কোনো মোড়ে,
অজানা অচেনা মানুষের ভিড়ে ।
কোনো মোহনায়, কোনো সাগর তীরে ;
তখন,
আবার হরষে বাঁধব তোমায় আলিঙ্গন ডোরে ;
আবার হবে কত কথা প্রাণ ভরে ।
যাবে তুমি কতদূর ?
রাখব তোমায় ধরে,
রাখবো আপন করে ;
মনের স্মৃতি-বনে,
থাকবে তুমি রাজার মতো
মোদের হৃদয়ের ময়ূর সিংহাসনে ।।
তোমার বিদায় তিথিতে বেঁধেছি গান, গেঁথেছি মালা ;
ভরেছি সযতনে মনের মাধুরি মাখা শুভ কামনার ডালা ।
অশ্রুজলে দেব না বিদায়,
কারণ,
জানি, আবার হবে দেখা,
অকস্মাত, জীবনের কোনো মোড়ে,
অজানা অচেনা মানুষের ভিড়ে ।
কোনো মোহনায়, কোনো সাগর তীরে ;
তখন,
আবার হরষে বাঁধব তোমায় আলিঙ্গন ডোরে ;
আবার হবে কত কথা প্রাণ ভরে ।
যাবে তুমি কতদূর ?
রাখব তোমায় ধরে,
রাখবো আপন করে ;
মনের স্মৃতি-বনে,
থাকবে তুমি রাজার মতো
মোদের হৃদয়ের ময়ূর সিংহাসনে ।।
No comments:
Post a Comment