তোমায় ছুঁতে চাই ,
ছুঁতে চাই তোমার রঙিন পালক,
তোমার চোখে চোখ রেখে বলতে চাই ---
"এই তো, আমি এসেছি ফিরে" ।
রুক্ষ্ মাটির দিকে তাকিয়ে ভাবি,
ঝরে পড়ে ঘাম অবিরাম ;
অশ্রু বাষ্পে ধোয়াশা দৃষ্টি ।
আকাশে ঘন কালো মেঘ মালা !
আড়াল থেকে ঝলসে ওঠে বিজলি ;
তখন দেখতে পাই তোমায় -- এক ঝলক !
জানি তুমি থাকো দূরে,
বহু দূরে !
হাত বাড়িয়ে নাগাল পাবোনা তোমার ।
তাই, স্বপ্নের ডানা বাঁধতে বসেছি !
একদিন উড়ে যাবো এই ডানায় চড়ে ;
সেই কোন সুদূরে ।
মেঘের কালো হেলায় ছিন্ন ভিন্ন করে ;
পৌছে যাব তোমার দুয়ারে !
বলবো, এলাম তোমার নরম পালক ছুঁতে
চোখে চোখ রেখে বলতে -
"এই তো, আমি এসেছি ফিরে" ।।
ছুঁতে চাই তোমার রঙিন পালক,
তোমার চোখে চোখ রেখে বলতে চাই ---
"এই তো, আমি এসেছি ফিরে" ।
রুক্ষ্ মাটির দিকে তাকিয়ে ভাবি,
ঝরে পড়ে ঘাম অবিরাম ;
অশ্রু বাষ্পে ধোয়াশা দৃষ্টি ।
আকাশে ঘন কালো মেঘ মালা !
আড়াল থেকে ঝলসে ওঠে বিজলি ;
তখন দেখতে পাই তোমায় -- এক ঝলক !
জানি তুমি থাকো দূরে,
বহু দূরে !
হাত বাড়িয়ে নাগাল পাবোনা তোমার ।
তাই, স্বপ্নের ডানা বাঁধতে বসেছি !
একদিন উড়ে যাবো এই ডানায় চড়ে ;
সেই কোন সুদূরে ।
মেঘের কালো হেলায় ছিন্ন ভিন্ন করে ;
পৌছে যাব তোমার দুয়ারে !
বলবো, এলাম তোমার নরম পালক ছুঁতে
চোখে চোখ রেখে বলতে -
"এই তো, আমি এসেছি ফিরে" ।।
No comments:
Post a Comment