ভেবেছিলাম
অশ্রু জলে দেবোনা বিদায়
দেবো হাঁসি মুখে
মনের কান্না মিথ্যে হাঁসির ঘোমটায় মুড়ে বলবো
- "এইতো, আবার হবে গো দেখা !"
হৃদয় শাখে ফোটা মঞ্জরি দিয়ে গেঁথে নেবো মালা
পরিয়ে দেবো তোমার গলে ।
কিন্তু বিদায় বেলায়
একি হলো হায় !
বুকের বাঁধ ভেঙ্গে
চোখের কূল ছেপে
এলো জোয়ার !
অশ্রু কণায় ভিজলো তোমার যাত্রা-পথ ।।
অশ্রু জলে দেবোনা বিদায়
দেবো হাঁসি মুখে
মনের কান্না মিথ্যে হাঁসির ঘোমটায় মুড়ে বলবো
- "এইতো, আবার হবে গো দেখা !"
হৃদয় শাখে ফোটা মঞ্জরি দিয়ে গেঁথে নেবো মালা
পরিয়ে দেবো তোমার গলে ।
কিন্তু বিদায় বেলায়
একি হলো হায় !
বুকের বাঁধ ভেঙ্গে
চোখের কূল ছেপে
এলো জোয়ার !
অশ্রু কণায় ভিজলো তোমার যাত্রা-পথ ।।
No comments:
Post a Comment