এতদিন ধরে ছিলে তুমি ওগো
ল্যাব আলো করে,
রেখেছিলে মোদের
সোহাগে আদরে
তোমার মমতা নীড়ে ।
এখন
থাকবে না তুমি, ল্যাব খানি তোমার
হবে গো অনাথ, হবে গো ফাঁকা !!
রেখেছিলে মোদের
সোহাগে আদরে
তোমার মমতা নীড়ে ।
এখন
থাকবে না তুমি, ল্যাব খানি তোমার
হবে গো অনাথ, হবে গো ফাঁকা !!
তোমার মধুর হাসিখানি মোদের
হৃদয়ে রবে গো আঁকা ।
তবু তোমার কীর্তি-খানি
হউক সমুজ্জ্বল
এই কামনাই বুকে করে মোরা
মুছবো চোখের জল ।।
--
হৃদয়ে রবে গো আঁকা ।
তবু তোমার কীর্তি-খানি
হউক সমুজ্জ্বল
এই কামনাই বুকে করে মোরা
মুছবো চোখের জল ।।
--
তোমার স্নেহধন্য
কৃপা
No comments:
Post a Comment