Saturday, 6 August 2016

শ্রাবণ

খোলা জানলায় এলো
শ্রাবণের ভেজা দিন ।
ধূসর চোখের কাঁচ,
ধূলো জমা দূরবীন ।
প্রথম দেখার বিদ্যুৎ,    
আর ব্যস্ত সর-জমিন ।

ডাইরির শেষ পাতে
আজও আধ মোছা নাম লেখা আছে ।

কাক ভেজা রেনকোটে
ভিজতো যে উত্তাপ ।
টুপ্ টাপ ঝির ঝির
ভিজতো উষ্ণ চায়ের কাপ ।
ভরা পার্কের বেঞ্চ
আর দুজনের টিফিন ।

পার্কের সেই সীটে
আজও আধ ভেজা নাম জেগে আছে |

বয়ে যায় স্মৃতি কণা
কাল কেউটের ফণা !
একলা পার্কের বেঞ্চ
না খাওয়া টিফিন ।
ফাঁকা ঝিলের পার
আর ছকে বাঁধা রুটিন ।

তবু বিকেলের হাওয়ায়
কোন পাখি বলে যায়,
শ্রাবণের রিমঝিমে,
আজও আধ ভোলা নাম বেঁচে আছে ।

No comments:

Post a Comment