Thursday, 17 November 2016

শুভ বিজয়া

ঢাকের কাঠি চুপ,
কাশের মুখ ভার,
ফাঁকা ঠাকুর দালান,
মা কৈলাশ পথে যান ।

জলে মা মৃন্ময়ী
জ্বলে রূপ চিন্ময়ী,
গোধূলিতে সিঁদুর খেলা
আর চোখের জলে স্নান ।

স্মৃতিটুকু বুকে নিয়ে
আবার দিন গোনার পালা
"আসছে বছর আসবো আবার"
মা তাই বলে যান ।।
শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই ।

No comments:

Post a Comment