Thursday, 17 November 2016

অন্ত অমিল

অন্ত অমিল
=======

চুঁয়ে পড়া ঘাম;
স্বপ্নের আকাশ ছোঁয়া দর ?
নাকি জাগলো আবার প্রথম রিপু ?

নিঃশাসে বাষ্পিত অবরোধ
মনে রগ্  রগে দ্বিতীয় রিপু !

বুকের পাঁজর বেয়ে ওঠে ক্ষোভ,
আদিম খিদেয় জমাট বাঁধা তৃতীয় রিপু ।

নেশায় স্তিমিত দেহ,
অবশ করা চতুর্থ রিপু ।

উৎরাইয়ের সিঁড়ি বধ,
মাথা ওঁচানো পঞ্চম রিপু ।

পাশের দেয়ালে নিপুণ কারুকার্য,
আমার দেয়ালে  কৈ ?
সবুজ আনলে ধিকি ধিকি জ্বলে শেষ রিপু ।।

বিঃ: দ্রঃ:

অনিচ্ছায় মিল
জমা ক্ষোভ রেখে যায়
কহেন কবি জয় !
আর স্বেচ্ছায় অমিল ?
সেটা কেমন তরো হয় ?
দেখো গো গুণী জন
দেখো দিয়া মন ;
রিপুচক্রে,
হৃদি বক্রে,
স্বেচ্ছায় অমিল
এমন তরো হয় ।

এবার অন্ত মিলনের পালা :
================


চুঁয়ে পড়া ঘাম
স্বপ্নের আকাশ ছোঁয়া দাম ?
নাকি জাগলো আবার কাম ?

নিঃশাসে বাষ্পিত অবরোধ,
মনে রগ্  রগে ক্রোধ !

বুকের পাঁজর বেয়ে ওঠে ক্ষোভ,
আদিম খিদেয় জমাট বাঁধা লোভ ।

নেশায় স্তিমিত দেহ
অবশ করা মোহ ।

উৎরাইয়ের সিঁড়ি বধ
মাথা ওঁচানো মদ । 

পাশের দেয়ালে নিপুণ কারুকার্য,
আমার দেয়ালে  কৈ ?
সবুজ আনলে ধিকি ধিকি জ্বলে মাৎসর্য ।।

==================

জোর করে থামে না গো
সহজ মিলন ধারা,
পুনর্মিলন ঘটলে আবার
হবে বাক্যহারা :-)
পুনশ্চ : ভাবের সাথে সাথে স্বাভাবিক অন্ত মিলন ঘটানো অবশ্যই একটি বিশেষ প্রতিভার সাক্ষ্য রাখে । তবে কেবল মেলাবো বলেই অন্তমিল, তাতেও কাব্যগুণের ক্ষতি । উক্ত প্রচেষ্টা তাঁদেরই জন্যে নিবেদিত যাঁরা যুগ যুগ ধরে ভাবের মিলনে মনের মিলন ঘটিয়ে আসছেন । অন্তমিলনের তাগিদটা নেহাতই ব্যাক্তিগত রুচির ব্যাপার । যুগের হওয়ার প্রশ্রয়ে কারো চেনা ছাঁচ ভেঙে নিরাকারে বিলীন হওয়ার ইচ্ছে-ডানা গজায় । কারো আবার অন্তে মিলনের সিম্ফনি না শুনতে পেলে মন খচ খচ করে । যে যার মতো ভালো থাকুন, নিজের ছন্দে ভাবের সাথে মৌতাত করুন, আমরা তলানির সোমরস টুকু পেলেই খুশি :-)

No comments:

Post a Comment