Thursday, 17 November 2016

শুভ সপ্তমী

সাতের সুর বাহার
সাত রঙা রামধনুর হার ;
সাত পাকের আগে পরে
ঠাকুর দেখা ক-বার ?

সাত মহাদেশ ঘুরে
এজেন্ট 007 করে সাত আশ্চর্য সন্ধান ;
সপ্তমীর দিন প্যান্ডেলে গায়
'সাত সমুন্দর' গান ।

নতুন জামা জুতো পরে
snow white আর seven dwarfs
seven samurai সঙে ঘোরে ইতি উতি ;
seven deadly sins জয়ে
সপ্ত ঋষি মিলে গায় দেবীর স্তুতি ।

খুনসুটি ফাজলামি
গোপন প্রেম নিবেদন ;
সাতে পাঁচে মিলে মিশে
শারদীয়ার সাত কাহন ।

সপ্তমীতে ,
ঢাকের তালে তালে,
মা হৃদয় জুড়ে শক্তি রূপেণ, শান্তি রূপেণ সংস্থিতা ;
নমস তৎসই নমস তৎসই নমস তৎসই নমঃ নামাহঃ । ।

মহা সপ্তমীর  প্রীতি ও শুভেচ্ছা জানাই  ।

No comments:

Post a Comment