আবার এলো এই স্বপ্ন-ঘেরা দিন,
যেদিন, কয়েক বসন্ত আগে,
এক অদৃশ্যপূর্ব লহমায়,
পৃথিবীর আলোর সাথে রুবরু হয়েছিল
কাব্যান্বেষী এলোকেশ (খুদা) বকশ (ই) ।
যেদিন, কয়েক বসন্ত আগে,
এক অদৃশ্যপূর্ব লহমায়,
পৃথিবীর আলোর সাথে রুবরু হয়েছিল
কাব্যান্বেষী এলোকেশ (খুদা) বকশ (ই) ।
আশিক সে তবিয়তে,
তার আশিক গুণমুদ্ধ পাঠক, প্রকাশক;
যাঁরা তার ভাবের রঙে রঙিন হন,
তার ক্যালিডোস্কোপে জীবন দেখতে পান,
মুগ্ধ হন মুহুর্মুহু ।
মুগ্ধ হন মুহুর্মুহু ।
খুদা (বা ভগবান, বা god)-এর যে বখশ, জ্যোতির্ময় উপহার,
বরফ-বন্দি থেকেও যার কলম দানিতে কলামের পর কলাম,
ডুব সাঁতারে যে সূর্যের আলো ভাঙতে দেখে রামধুতে,
ঠিক যেন জমাট বাঁধা একরঙা ভাবগুলো
হরেক রঙের আদরে তুলে আনে
প্যাপিরাসের শরীরে, গিটারের কর্ডে,
কণ্ঠের তরঙ্গে ।
আজ এই দিনে,
কেক পিন্ডে হৃদয়ের গন্ধ পাক সে,
স্কাইপে অচেনা মুখ আরও চিনতে শিখুক সে,
সে যা চায়, তাই হতে পারুক সে ---
~ সুদূরের (কৃপা) বন্ধুর নির্মল কামনা ।। ~
শুভ জন্মদিন ।।
--
কৃপা
No comments:
Post a Comment