Monday, 23 April 2018

শুভ নববর্ষ (ইং) ২০১৮

নব মুকুলের ফোটার আশা হৃদয়ে নিয়ে
নব সূর্যোদয় হোক;
আসুক আলো,
ঘরে ঘরে
অভাগার পর্ণ কুঠীরে,
ক্ষুধিতের জঠর জ্বালায়,
পুরোনো ক্ষতয় স্নেহলেপ হয়ে,
মায়ের সন্ধে প্রদীপের শিখা  হয়ে,
অতন্দ্র সাধকের ললাটে ঘর্ম বিন্দুতে,
নব জাতকের প্রথম হাসিতে,
নব দিগন্তের রঙ মেখে,
নব মৈত্রীর বন্ধনে ।

জানি ১ জানুয়ারী বছরের বাকি দিনগুলোর চেয়ে কোনো মতেই আলাদা নয় । নতুন বছরে পুরোনো নিয়মের একঘেঁয়েমি পুনরাবৃত্তি ঘটবে । কিন্তু তবুও, আগামী ও বিগতের সাঁকোতে, জমা খরচের ভার নামিয়ে, একটু জিরিয়ে নিতে ইচ্ছে করে । পুরোনো ঘড়ির মতো নিজেকে একটু দম দিয়ে নেয়া, উজানে আবার গা ভাসাবার আগে । আবার তো ছুটতে হবে, না পাওয়া স্বপ্নটার পেছনে, যেমন ছোটে শিশু দূর আকাশে কাটা ঘুঁড়ির পেছনে । কখনো নাগাল পাবে কিনা জানেনা । কিন্তু তাও যে ছুটতে হয়, কারণ তাতেই বেঁচে থাকার রসদ, প্রাণবায়ু   ।

সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা । সবার না-ফোটা স্বপ্ন বাস্তবের মাটিতে উঠুক সাধনার পারিজাত  হয়ে । তার ফুলে, ফলে, শাখায় হাসুক সুখ, শান্তি, প্রাপ্তির অনাবিল তৃপ্তি ।

--

কৃপা

No comments:

Post a Comment