Monday, 23 April 2018

শুভ নববর্ষ

নব অরুণের আলোয় আসুক
নব সৃষ্টির চেতনা
নব প্রভাতের স্নিগ্ধতা আনুক
দুর্লঙ্ঘ্য দুর্বিনীত বাধা জয়ের প্রেরণা ।
সৃজনের উর্বর জমিতে
হোক নব আশার জন্ম,
নব ব্যাপ্তিতে, নব তৃপ্তিতে
নব নিষ্ঠায়, নব প্রগতিতে
স্বপ্ন ভূমিষ্ঠ হোক
পূর্ণতার পারিজাত হয়ে ।


আগামী দিনে সুখের স্বপ্ন চোখে নিয়ে জানাই নববর্ষের শুভেচ্ছা ।

--

কৃপা

No comments:

Post a Comment