Monday, 23 April 2018

অরিন্দমদার ছেলে আর বুলাই-এর মেয়ের জন্যে

প্রথম অরুণ আলো তুমি
নতুন ভোরের ফুল,
তোমায় দেখে আনন্দ আজ
মানে না গো কূল  ।
তোমায় দেখে  দুলছে দেখো
গুলাচ, শিমুল, জারুল
তোমার জন্যে গান ধরেছে  
মত্ত সুফী, বাউল ।

No comments:

Post a Comment