Tuesday, 1 April 2014

ভয়

 এ কি ভাবের মালা পরিয়ে দিলে গো সখী
পরতে গেলে হয় ভয়,
খুলতে গেলেও কাঁপে হৃদয় !

এত কেন ভালোবাসো মোরে,
এমন করে বাঁধো  চিত ডোরে ?

সব পেয়েও করি ভয়,
যদি সুখের ঘর ভেঙ্গে দেয়
ঝড় নির্দয় !

No comments:

Post a Comment