Monday, 7 April 2014

আলালী

ওরে মেঘের দেশের আলালী,
কোথা থেকে এত সুখ তুই মনের মাঝে বিলালি ?
এক মুঠো আদর এত যতনে মাথায় আমার বুলালি,
কত স্বপ্নের প্রদীপ খানি আমার হৃদয়ে জ্বালালি !

No comments:

Post a Comment