আহা বিরহে কাঁদে রাই,
বসন্ত জোছনায় ;
কালার ত্বরে নয়ন ভাসে অশ্রু জলে ;
হিয়ার মাঝে প্রণয় পিদিম জ্বলে ।
বৃন্দাবনে মোহন মুরলী বাজে,
মনকে ধরে রাখতে পারে না যে ।
মন বলে ছুটে যাই ওই বংশীধারী পানে,
মিলন বাসর রচি গানে গানে ।
পারে না সে
বসে রয় ব্যর্থ চরণে,
ধিকি ধিকি জ্বলে নিরবে বিরহ আনলে ।।
বসন্ত জোছনায় ;
কালার ত্বরে নয়ন ভাসে অশ্রু জলে ;
হিয়ার মাঝে প্রণয় পিদিম জ্বলে ।
বৃন্দাবনে মোহন মুরলী বাজে,
মনকে ধরে রাখতে পারে না যে ।
মন বলে ছুটে যাই ওই বংশীধারী পানে,
মিলন বাসর রচি গানে গানে ।
পারে না সে
বসে রয় ব্যর্থ চরণে,
ধিকি ধিকি জ্বলে নিরবে বিরহ আনলে ।।
No comments:
Post a Comment