Wednesday, 2 April 2014

আলোর নাবিক

এবারে জানি আলো নিভে যাবে ।
এবারে ঠিক জানি !
পৌছাতে পৌঁছাতে ঠিক নিভে যাবে
সৈকতের সব আলো !
নামবে নিগুড় রাত
থাকবে না কোনো রঙ
ঝিল মিল ঝিকিমিকি বেলোয়ারি
মুছে গিয়ে
পড়ে থাকবে
আঁধার নিকষ কালো ।

কোথাও কোনো আলোর নিশান থাকবে না বাকি --
আকাশের শুকতারা, নক্ষত্র মন্ডল
সব ঢেকে যাবে ঘন জমাট বাঁধা মেঘে
সেই মেঘ -- যাতে জল নেই, আছে শুধু বুক ভরা বজ্র !

আবার আকাশ চেরা বিদ্যুত
চমকে দেবে না-ফোটা আশা,
ঝরিয়ে দেবে না-জাগা স্বপ্ন !
পাঁজর ভাঙ্গা কান্নায় ভেসে যাবে জাহাজ
অতল গভীরে তলিয়ে যাবে
জীবনের সব রসদ, বাঁচার শেষ আশাটুকু ।

তবু ছুটে যাই ছুটে যাই
জাহাজ ছুটিয়ে,
দুনির্বার গতিতে
প্রাণের শেষ শ্বাসটুকু বাজি রেখে ;
যদি পথের ভুলে, ভাগ্যের দাক্ষিন্যে 
পাই ভোরের স্বপ্নে দেখা স্বর্গ দ্বীপ !

No comments:

Post a Comment