Saturday, 13 July 2013

প্রকৃতি : আমেরিকা যাত্রার প্রাক্কালে



হে সুদূরের পথচারিনী !

 
উড়ে যেও তুমি পুষ্পক রথে চড়ে       
 সাত সমুদ্র তেরো নদী পাড়ে ;
চিত্ত ব্যাকুল সদাই তব সুদূর প্রিয়ার তরে
বেঁধে নেবে সে তোমায় আপন বাহুডোরে
জ্ঞানের ডালি ভরে নিয়ে তুমি আসবে যবে ফিরে
বরণ করে নেবো তোমায় এই বঙ্গ মায়ের নীড়ে ।।


শুভেচ্ছা,
কৃপা দা

No comments:

Post a Comment