Saturday, 6 July 2013

নিঃসঙ্গতা

হাজার মানুষের ভিড়ে
একা রিক্ত নিঃসঙ্গ মন !
হাজার বছর সম কাটে জীবনের প্রত্যেক ক্ষণ ।

কর্ণ ভেদী নিরবতা,
নিজের সঙ্গে নিজেরই ব্যর্থ সংলাপ ।
প্রতিধ্বনি হয়ে ফিরে আসে বার বার
বন্ধ দুর্গের প্রাচীর থেকে
উন্মাদ নিষ্ফল প্রলাপ ।।
 

No comments:

Post a Comment