Tuesday, 16 July 2013

রকবাজের গান

চলে যাচ্ছি চলে যাচ্ছি
ফিরে আসবো না, আসবো না 
ভালো বাসব না, বাসব না  ।

আড্ডা মারার সেই গলি
গানের টুকরো টুকরো সেই কলি
সব ফেলে যাচ্ছি, চলে যাচ্ছি
ফিরে আসবো না, আসবো না 
ভালো বাসব না, বাসব না  ।

বড় লোকের সেই মেয়ে
যাকে দেখে উঠতো দিল গেয়ে
একবারও যে হাঁসলো না, আমার পানে চেয়ে
যে খেললো ছিনিমিনি  আমার এ মন নিয়ে !
তাকে ফেলে যাচ্ছি, চলে যাচ্ছি 
ফিরে আসবো না, আসবো না 
ভালো বাসব না, বাসব না  ।
 
করে তোদের সবার সাথে আড়ি 
হাজার বছর দেবো পাড়ি
জানি চলে যাওয়া দরকারি
তাই
চলে যাচ্ছি চলে যাচ্ছি
ফিরে আসবো না, আসবো না 
ভালো বাসব না, বাসব না  ।

যদি আদর করে কেও ডাকে
(whistle)
তার মনের দেয়ালে আমার ছবি আঁকে ??

(musical pause)

ফিরে আসবো, ফিরে আসবো
তাকে   
ভালো বাসবো, ভালো বসবো
আপন করে
ভালো বাসবো, ভালো বসবো 

ফিরে আসবো, ফিরে আসবো

ভালো বাসবো, ভালো বসবো
আপন করে
ভালো বাসবো, ভালো বসবো  ।।।



No comments:

Post a Comment