Tuesday, 23 July 2013

আবার এসেছি ফিরে

আবার এসেছি ফিরে
এই কোপাই নদীর তীরে,
কত সহস্র আলোক বর্ষ পরে
কত ঝঞ্ঝা কত সাইক্লোন বুকে করে ,
কত জড়তা কত শেকল হেলায় ছিড়ে
এলাম শুধু তোমায় পাবো বলে !
আবার এসেছি ফিরে
এই কোপাই নদীর তীরে।


আবার এসেছি ফিরে
এই কোপাই নদীর তীরে
যেখানে হাতে হাত ধরে
ভাবে ভাব মিলে হতো একাকার
যেখানে হয়ে ছিল ছাড়া ছাড়ি
নির্মম বজ্রাঘাতে
ছিটকে পরেছিলাম দুজনে
হাজার পৃথিবী দূরে ।
তাই আবার এসেছি ফিরে
এই কোপাই নদীর তীরে ।

সেদিন পেয়েছিলাম তোমায়
কত অচেনা মুখের ভিড়ে,
যেমন পায় শ্রমিক
নিকষ আঁধার মাঝে
একটি আসল হীরে !
যেমন পায় পথ হারা
নাবিক হাজার নক্ষত্র মাঝে
একটি ধ্রুব তারা ।
তোমায় ফিরে পাবো বলে
আবার এসেছি ফিরে
এই কোপাই নদীর তীরে ।

যদি নাই বা আসবে ফিরে
এই কোপাই নদীর তীরে
ফুল হয়ে ঝড়ে পরবো আমি
নিজেকে বিলিয়ে দিয়ে !
আমায় কুড়িয়ে নীয় তুমি
নিজের অঞ্চল ভরে !
সুবাসে সুবাসে গাইব
আমি মিলন রাগের সুরে --
এই তো এসেছি ফিরে
 এই কোপাই নদীর তীরে ।।









No comments:

Post a Comment