Saturday, 26 October 2013

পরিণয়

কত বসন্ত পরে এসেছে সেই মধুক্ষণ,
যখন প্রিয়ের পরশে হবে প্রস্ফুটিত এ তনু এ মন ।

ফুটেছে পারিজাত, সেজেছে পরীর দল মিলন সুখে,
নাচছে কিন্নরী ফুলের রেনু মেখে ।
আজ মিলবে দুই মন পূর্ণ হয়ে জীবনের স্রোতে,
যেন মেলে নদী সাগরের বুকে ।

চোখে চোখ হাতে হাত
রূপকথা বোনে রাতের নিস্তব্ধতা ;
চার নয়ন বলে যায় কত সাধের কত গোপন কথা ।

রজনীগন্ধার আবেশে জেগে রয় বাসর প্রদীপ,
জাগে তারার জলসাঘর,
চাঁদের আলোয় ভেসে যায় পুষ্পবন,
হাসে সুখ, হাসে যৌবন । 

Friday, 25 October 2013

জন্মদিন : অনির্বান ( অগ্রিম )

আজ এই শুভদিনে
নয় আর নিষ্ফল frustration,
নয় অনাবিল অন্ধকারে abstract indirection ।
আসুক অসীম concentration,
তিমির প্রাচীর ভেঙ্গে এগিয়ে চলার দুর্দম determination ।
গতিময়তায় হোক সমৃদ্ধির অভিষেক,
আসুক প্রাসস্তি বিজয় রথে দুনির্বার গতিতে,
কর্মপ্লাবনে আসুক মেধার চমক,
হোক প্রচুর publication ।
এই শুভেচ্ছা নিয়ে করি তোমার  birthday celebration ।

জন্মদিনের প্রীতি ও ভালবাসা রইলো ।

Monday, 14 October 2013

বাঁধন

একি সুন্দর বাঁধনে বাঁধলে মোরে,
খুলতে গেলে আরো আপন করে জড়িয়ে ধরে, 
বাঁধতে গেলে বাজে মধুর সুরে ।

মনের বাঁধন
গভীর বাঁধন 
দুই হৃদয় 
দুই আশার মিলন 
নিরব চোখের ভাষার মিলন 
একাকার হয় দুই জীবন ।

একি  বাঁধনে বাঁধলে মোরে 
এত প্রেম ভরে, 
এত আপন করে ।।

শুভ বিজয়া

ঢাকের বোল,ধুনুচি নাচ, সিঁদুর খেলা,
আবার এলো সেই অশ্রুমাখা বিদায় বেলা ।

মা, একি তোর নির্মম লীলা ?
চার দিনের সুখের একি মায়ার খেলা ?

তবুও যাস যদি চলে ,
দেবো বিদায় প্রাণ ভরে ।

নয়ন পেতে রাখবো, 
সাজিয়ে রাখবো তোর আগমন পথ ফুলে ফুলে,
আপন করে নেব তোকে আবার বরণ ডালি করে,
আসবি যখন ফিরে,
আবার বছর ঘুরে, 
আমাদের এই ঘরে ।

বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা  ।

Saturday, 5 October 2013

শুভ জন্মদিন : দেবশ্রী

দেবশ্রী,
দেবতার অশিষে অম্লান থাকুক তোমার শ্রী,
অমলিন হয়ে ফুটে থাকুক তোমার মুখের হাসিটি ।
সুখের আনন্দধারায় ভরে উঠুক তোমার মন,
হাজার ফুলের সৌরভে বিকশিত হোক তোমার জীবন কানন ।।

জন্মদিনের প্রীতি ও শুভেচ্ছা রইলো ।