Monday, 14 October 2013

শুভ বিজয়া

ঢাকের বোল,ধুনুচি নাচ, সিঁদুর খেলা,
আবার এলো সেই অশ্রুমাখা বিদায় বেলা ।

মা, একি তোর নির্মম লীলা ?
চার দিনের সুখের একি মায়ার খেলা ?

তবুও যাস যদি চলে ,
দেবো বিদায় প্রাণ ভরে ।

নয়ন পেতে রাখবো, 
সাজিয়ে রাখবো তোর আগমন পথ ফুলে ফুলে,
আপন করে নেব তোকে আবার বরণ ডালি করে,
আসবি যখন ফিরে,
আবার বছর ঘুরে, 
আমাদের এই ঘরে ।

বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা  ।

No comments:

Post a Comment