Monday, 14 October 2013

বাঁধন

একি সুন্দর বাঁধনে বাঁধলে মোরে,
খুলতে গেলে আরো আপন করে জড়িয়ে ধরে, 
বাঁধতে গেলে বাজে মধুর সুরে ।

মনের বাঁধন
গভীর বাঁধন 
দুই হৃদয় 
দুই আশার মিলন 
নিরব চোখের ভাষার মিলন 
একাকার হয় দুই জীবন ।

একি  বাঁধনে বাঁধলে মোরে 
এত প্রেম ভরে, 
এত আপন করে ।।

No comments:

Post a Comment