Friday, 25 October 2013

জন্মদিন : অনির্বান ( অগ্রিম )

আজ এই শুভদিনে
নয় আর নিষ্ফল frustration,
নয় অনাবিল অন্ধকারে abstract indirection ।
আসুক অসীম concentration,
তিমির প্রাচীর ভেঙ্গে এগিয়ে চলার দুর্দম determination ।
গতিময়তায় হোক সমৃদ্ধির অভিষেক,
আসুক প্রাসস্তি বিজয় রথে দুনির্বার গতিতে,
কর্মপ্লাবনে আসুক মেধার চমক,
হোক প্রচুর publication ।
এই শুভেচ্ছা নিয়ে করি তোমার  birthday celebration ।

জন্মদিনের প্রীতি ও ভালবাসা রইলো ।

No comments:

Post a Comment