কত বসন্ত পরে এসেছে সেই মধুক্ষণ,
যখন প্রিয়ের পরশে হবে প্রস্ফুটিত এ তনু এ মন ।
ফুটেছে পারিজাত, সেজেছে পরীর দল মিলন সুখে,
নাচছে কিন্নরী ফুলের রেনু মেখে ।
আজ মিলবে দুই মন পূর্ণ হয়ে জীবনের স্রোতে,
যেন মেলে নদী সাগরের বুকে ।
চোখে চোখ হাতে হাত
রূপকথা বোনে রাতের নিস্তব্ধতা ;
চার নয়ন বলে যায় কত সাধের কত গোপন কথা ।
রজনীগন্ধার আবেশে জেগে রয় বাসর প্রদীপ,
জাগে তারার জলসাঘর,
চাঁদের আলোয় ভেসে যায় পুষ্পবন,
হাসে সুখ, হাসে যৌবন ।
যখন প্রিয়ের পরশে হবে প্রস্ফুটিত এ তনু এ মন ।
ফুটেছে পারিজাত, সেজেছে পরীর দল মিলন সুখে,
নাচছে কিন্নরী ফুলের রেনু মেখে ।
আজ মিলবে দুই মন পূর্ণ হয়ে জীবনের স্রোতে,
যেন মেলে নদী সাগরের বুকে ।
চোখে চোখ হাতে হাত
রূপকথা বোনে রাতের নিস্তব্ধতা ;
চার নয়ন বলে যায় কত সাধের কত গোপন কথা ।
রজনীগন্ধার আবেশে জেগে রয় বাসর প্রদীপ,
জাগে তারার জলসাঘর,
চাঁদের আলোয় ভেসে যায় পুষ্পবন,
হাসে সুখ, হাসে যৌবন ।
No comments:
Post a Comment