Saturday, 5 October 2013

শুভ জন্মদিন : দেবশ্রী

দেবশ্রী,
দেবতার অশিষে অম্লান থাকুক তোমার শ্রী,
অমলিন হয়ে ফুটে থাকুক তোমার মুখের হাসিটি ।
সুখের আনন্দধারায় ভরে উঠুক তোমার মন,
হাজার ফুলের সৌরভে বিকশিত হোক তোমার জীবন কানন ।।

জন্মদিনের প্রীতি ও শুভেচ্ছা রইলো ।

No comments:

Post a Comment