Monday, 17 February 2014

শুভ জন্মদিন : জিয়া দা

জানি থাকো তুমি বহু ক্রোশ দূরে,
তবু রেখেছি তোমায় ধরে, আমাদের হৃদয় ঘরে ।
রেখেছি তোমার স্মৃতি আপন করে,
তাই এ শুভ দিনে জানাই শুভেচ্ছা ডালি ভরে ।।

জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা রইলো ।

No comments:

Post a Comment