Saturday, 22 February 2014

সুভ্রজিতের ছেলের জন্মদিন

(১)
ও ফুল তুমি ফুটে থেকো
ফুলের মধু মেখে,
বেড়ে ওঠো আকাশের চাঁদ হয়ে
দু চোখে রঙিন স্বপন এঁকে ।।

শুভ  জন্মদিন ।


(২)

কে হাসে ওগো
অমন মিষ্টি করে,
তার চাঁদ মুখ থাকুক,
সদাই জ্যোত্স্না ভরে ।

জন্মদিনের  শুভেচ্ছা ।

No comments:

Post a Comment