Thursday, 20 February 2014

অসীমের খোঁজে

হে সুন্দর !
হে ভাবের সমুন্দর,
রস সলীল পারাবার,
অনন্ত সুখের আধার,
যার নেই পারাপার ।
তোমার আলোকে ডুবতে চাই নিরন্তর,
তোমার চরণ তলে খুঁজি সুখ অমৃত প্রান্তর ।
নেশা কাটেনা তোমার মহিমার,
করুনা তোমার অসীম অপার ।

ছুটে ছুটে যাই
বাউলের ন্যায়
দেশ থেকে দেশান্তর ।
পাইনা তোমার দেখা
তোমার রূপ আনিলে সলিলে সমীরে
কৃপা তোমার খুঁজি ফিরি নীড়ে নীড়ে ।
তোমার রূপ জ্বলে চাঁদে আকাশের তারায়
দেখি তোমার প্রতিচ্ছবি নয়নের তারায় ।
শুনি তোমার বংশী ধ্বনি আকাশে
পাই তোমার সুগন্ধ অপরূপ বাতাসে ।
শুধু পাইনা তোমার দেখা
শুধু একা একা করি
তোমার গুনগান,
তোমার নিষ্কাম অপেক্ষা ।

No comments:

Post a Comment