Friday, 14 February 2014

অবুঝ

দেখেছি তোমার শিশির ভেজা রূপ অপরূপ,
নিশ্চুপ মিষ্টি হাঁসি
মাখা ওই মুখশ্রী ;
কিন্তু হায়
বুঝিনি তোমায়
হে বৈষ্ণবী !
আমারই নাম জপে কীর্তন,
করেছ গোপনে
মধূ স্বপনে
জাগরনে
অচেতনে;
করেছ পান
আমারই স্মৃতি-সুধা
সারাক্ষণ ।

ওই সাগর গভীর হৃদয় তলে,
ছিল যত মুক্তো,
ছিল যত সাধ, যত কথা অব্যক্ত ,
 গেঁথেছো কন্ঠহার
সযতনে সন্তর্পনে
আমারই জন্যে ;
বুঝিনি কিছুতেই,
বুঝিনি কোনক্ষণ !
 

No comments:

Post a Comment