কেন তুমি এলে ?
যদি বা এলে
এমন তুষের আগুন জ্বেলে
কেন চলে গেলে ?
আমার পেয়ালা ছিল খালি,
ভেবেছিলাম
সারা জীবন কাটাবো অদৃশ্য মদিরা পিয়ে,
কিন্তু
তুমি এক ফোঁটা সোমরস ঢেলে,
চির তৃষ্ণার্ত করে,
কেন চলে গেলে ?
আমার একাকিত্য ভরিয়ে দিয়ে
আবার একা করে,
কেন চলে গেলে ?
No comments:
Post a Comment