Friday, 1 November 2013

শুভ জন্মদিন : প্রসেনজিত দা

আলোর রোশনাই এ উজ্বল হয়ে উঠুক তোমার জীবন ;
সকল গ্লানি, ব্যাথার স্মৃতি মুছে যাক,
ধুয়ে যাক হারানোর বেদনা ;
শুধু প্রাপ্তির অঙ্গীকারে এগিয়ে যেও আলোর মশাল হাতে ।
ঝরুক অবিরাম অনাবিল সুখ ও শান্তির মুক্ত ধারা ।

শুভ জন্মদিন ।।

No comments:

Post a Comment