যখন আমি চলি ?
আমার ছায়াও সঙ্গ ছেড়ে যায় ;
যখন চলো তুমি ?
চলে বসন্ত, চলে ফুলের সুরভী,
চলে চাঁদ তারা, চলে পাখিদের গান আত্মহারা,
চলে উত্সব, চলে দীপাবলী ।
যখন থামি আমি ?
পাস কাটিয়ে যায় সারা পৃথিবী,
দিবস যামিনী ;
দিবস যামিনী ;
আর যখন থামো তুমি ?
থামে আকাশ, থামে বাতাস,
থেমে যায় ঘড়ি,
থামে নিশ্বাস, থামে স্পন্দন,
তোমায় দেখে ও সুন্দরী ।
যখন হাসি আমি ?
আমার সাথে হাসে না কেউই,
শুধু বাঁকা ইশারায় মুখ ঘুরিয়ে নেয়, সবাই ;
যখন হাসো তুমি ?
হাসে স্বর্গ, হাসে মর্ত্য,
হাসে শহর, হাসে গ্রাম,
হাসে বনের পশু, হাসে কোলের শিশু,
হাসে পাহাড়, হাসে বনানী,
হাসে সাগর, হাসে মরুভূমি ।
তবে,
কখনো যদি কাঁদো তুমি,
পাশে দেখো রিক্ত শশান-ভূমি,
দেখো, তখন পাশে পাবে আমায়,
তোমার সব অশ্রুকণা শুঁষে নেবো বুকে,
তোমার সব দুঃখ আপন করে নিয়ে,
নিজের সব সুখ তোমায় বিলিয়ে দিয়ে,
হাসব আমল সুখে ।
যদি এতটুকু হাসি ফোটে আবার
তোমার ও মুখে,
সার্থক হবে আমার এ গান গাওয়া,
সার্থক হবে আমার জন্ম লওয়া ।
No comments:
Post a Comment