Monday, 6 January 2014

না পাওয়া

আবার ভেবেছিলাম বুঝি পেলাম তোমায়,
সেই গলির মোড়ে,
একলা নদীর তীরে,
সেই চায়ের দোকানের একচালাটার পাশে,
যেখানে এক ঝাঁক সাদা বক উড়ে যায় আকাশে,
যেখানে বয়ে যায় ভাগিরতি সময়ের ধারায় ।



সেই বকুল গাছের তলায়,
বুঝি দেখলাম তোমায়,
সেই চেনা রঙের শাড়ি পরে,
দাঁড়িয়ে আছো মুখ আড়াল করে,
ব্যাভিচারী এলো চুল গড়িয়ে পরেছে কাঁধ বেয়ে,
রিনিঝিনি রিনিঝিনি হাতের চুড়ি উঠছে গেয়ে ।

কিন্তু কাছে গিয়ে দেখি,
একি ??
সে তো তুমি নও,
সে তো অন্য কেউ !
সে অন্য কারো
হাতে হাত রেখে,
তার আদর অঙ্গে মেখে
করে যায় প্রণয় কাব্যি !
আমার সুখে নয়,
সে অন্যের সুখে সুখী,
উন্মুখ চন্দ্রমুখী ।

আবার আঘাত পেলাম !
দু হাত ভরে
সযত্নে রাখা
জুই, মালতি, চন্দ্রমল্লিকা,
টগর, বেল, চম্পা,  
সব ঝরে গেল নিস্তেজ হয়ে,
তাদের সুবাস মিশে গেলো হেলায়,
জীবনের এই পড়ন্ত বেলায়,
মাটির ধুলায় ।

এক বুক রিক্ততা নিয়ে আবার এগিয়ে চলি,
এই একলা পথে,
এক টুকরো আশ নিয়ে সাথে,
যদি আবার পাই তোমায়,
নির্মল শরতে,
হেমন্তে, বা বৈশাখে,
পথের ধারে, নদীর পাড়ে,
বা নির্জন সৈকতে ।




No comments:

Post a Comment