কে তুমি সুন্দরী ?
গান্ধর্বি, অপ্সরী, নাকি সুদূর দেশের পরী ?
তোমার চোখে দেখেছি কত মায়া,
স্বপ্ন-ঘেরা ছায়া।
ও কাজলে জমে থাকা কত পূর্নিমার নিশা,
ও বাঁকা হাসির নেশায় জাগে মাতাল হবার অভিলাষা,
ও রূপের আঁচলতলে লুটিয়ে দিলাম হিয়া ।
কিন্তু সব যদি হয় অবহেলা
মিছে মায়ার খেলা ?
গান্ধর্বি, অপ্সরী, নাকি সুদূর দেশের পরী ?
কোন অছিলায় করলে আমার মন চুরি ।
স্বপ্ন-ঘেরা ছায়া।
ও কাজলে জমে থাকা কত পূর্নিমার নিশা,
ও বাঁকা হাসির নেশায় জাগে মাতাল হবার অভিলাষা,
ও রূপের আঁচলতলে লুটিয়ে দিলাম হিয়া ।
কিন্তু সব যদি হয় অবহেলা
মিছে মায়ার খেলা ?
মন হারানো আলেয়া ?
যদি মারীচের পেছনে ছুটে
দেখি তুমি নাই, তুমি নাই !
পড়ে রয় হাহাকার ?
যদি মারীচের পেছনে ছুটে
দেখি তুমি নাই, তুমি নাই !
পড়ে রয় হাহাকার ?
যদি সত্যি হও তুমি
নেমে এস ছুঁয়ে বাস্তবের ভূমি,
বুক পেতে নেবো সব রূড়তা,
বুক পেতে নেবো সব রূড়তা,
যদি
রেখে হাতে হাত,
করো এক সাথে পথ চলার অঙ্গীকার ।
রেখে হাতে হাত,
করো এক সাথে পথ চলার অঙ্গীকার ।
No comments:
Post a Comment